বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১
The Daily Post

আখাউড়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আখাউড়া প্রতিনিধি

আখাউড়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৪ হাজার ইয়াবাসহ মো. রুবেল ভূইয়া (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

সোমবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের তুলাই শিমুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মো. রুবেল ভূইয়া উপজেলার মরিয়ন্ধ ইউনিয়নের মিনার কোট গ্রামের মো. লিটন ভূইয়ার ছেলে।

আখাউড়া থানার ওসি মোহাম্মদ আবুল হাসিম জানান, আসামির বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে আরও ৩টি মাদকের মামলা রয়েছে। মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

টিএইচ