রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১
The Daily Post

আখাউড়ায় কিশোরী অপহরণকারী যুবক গ্রেপ্তার

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

আখাউড়ায় কিশোরী অপহরণকারী যুবক গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অপহরণের কয়েক ঘণ্টার মধ্যে অপহূত কিশোরী উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন থানা পুলিশ।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার উপজেলার দক্ষিণ ইউনিয়নের নুরপুর গ্রাম থেকে ১৪ বছর বয়সী এক কিশোরী অপহরণের ঘটনায় থানায় মামলা হয়। মামলা হওয়ার কয়েক ঘণ্টা পর রাতে পুলিশ আখাউড়া পৌর শহরে সড়ক বাজার এলাকায় অভিযান পরিচালনা করে অপহূত কিশোরীকে উদ্ধার করে।

পুলিশ কিশোরী অপহরণে জড়িত সামিরুল ইসলাম আরিফকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আরিফ উপজেলার দক্ষিণ ইউনিয়নের ছোট কুড়িপাইকা গ্রামের মো. সেলিম মিয়ার ছেলে। ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার এহতেশামুল হকের নির্দেশে অভিযান পরিচালনা করে অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।

আখাউড়া থানার ওসি মোহাম্মদ ছমি উদ্দিন জানান, গ্রেপ্তার আসামিকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়েছে। উদ্ধার কিশোরীকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।

টিএইচ