ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে মঙ্গলবার (২৫ মার্চ) রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প শোনান বীর মুক্তিযোদ্ধা ও অতিথিরা।
আয়োজনের প্রধান আলোচক বীর মুক্তিযোদ্ধা জাহের মিয়া খন্দকার বলেন, যুদ্ধের সময় আমরা কখনো না খেয়ে থেকেছি। কখনো পানি দেয়া নষ্ট ভাতও খেতে হয়েছে। দেশকে স্বাধীন করতে আমরা অনেক কষ্টের মধ্যেও পিছপা হইনি।
প্রধান অতিথি উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন আব্দু বলেন, বঙ্গবন্ধু স্বেচ্ছায় কারাবরণের পর জিয়াউর রহমান হাল ধরেছিলেন। কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তার দেয়া ঘোষণার পর মুক্তিকামী মানুষ উজ্জীবিত হয়ে দেশ স্বাধীনের জন্য যুদ্ধে নেমেছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌসুমী আক্তার।
টিএইচ