ব্রাহ্মণবাড়িয়ার আখাাউড়ায় ডেভিল হান্ট অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) দেয়া পুলিশের এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গত শনিবার দিবাগত রাতে উপজেলার ঘোলখার গ্রামে থানা পুলিশ ডেভিল হান্ট অভিযান চালিয়ে রানা হাজারী নামে এক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার রানা ধরখার ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক। তার বিরুদ্ধে আখাউড়া থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে।
আখাউড়া থানার ওসি মোহাম্মদ ছমি উদ্দিন জানান, গ্রেপ্তার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকে নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার (১৬ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়েছে। অপরাধী যে হোক কেউ ছাড় পাবেনা।
টিএইচ