বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১
The Daily Post

আখাউড়ায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

আখাউড়ায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ডেভিল হান্ট অভিযানে আপেল মিয়া এবং গোলাম আহম্মদ নামে দুই আ.লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে পৃথক অভিযান পরিচালনা করে দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আপেল মিয়া উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের মনিয়ন্ধ গ্রামের আব্দু মিয়ার ছেলে সাবেক মেম্বার ও ইউনিয়ন আ.লীগের সদস্য, গোলাম আহম্মদ পৌরশহরের শান্তিনগর গ্রামের ইউসুফ আলীর ছেলে ও ওয়ার্ড আ.লীগের সাংগঠনিক সম্পাদক।

পুলিশ জানায়, গত বুধবার রাতে উপজেলার মনিয়ন্ধ ইউনিয়ন ও পৌরশহরের শান্তিনগর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেপ্তাররা বিস্ফোরক আইনের মামলার এজহারভুক্ত ও তদন্তে প্রাপ্ত আসামি।

আখাউড়া থানার ওসি মোহাম্মদ ছমি উদ্দিন জানান, গ্রেপ্তার আসামিদের নাশকতা মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধী যেই হোক সবাইকে আইনের আওতায় আনা হবে।

টিএইচ