বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১
The Daily Post

আখাউড়ায় দেশি অস্ত্রসহ কিশোর গ্যাং সদস্য আটক

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

আখাউড়ায় দেশি অস্ত্রসহ কিশোর গ্যাং সদস্য আটক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দেশি অস্ত্রসহ জিসান নামে এক কিশোর গ্যাং সদস্যকে জনতা আটক করে থানায় সোপর্দ করেছে। বৃহস্পতিবার (২০ মার্চ) মোগড়া ইউনিয়নের সেনারবাদী এলাকা থেকে তাকে আটক করে স্থানীয় লোকজন।

পরে স্থানীয়রা আখাউড়া থানায় খবর দিলে পুলিশ থানায় নিয়ে যায়। আটক কিশোর গ্যাং সদস্য জিসান আখাউড়া পৌরশহরের কলেজ পাড়ার মো. মনির সরকারের ছেলে।

পুলিশ জানায়, উপজেলার মোগড়া ইউনিয়নের সীমান্তবর্তী সেনারবাদী এলাকায় কয়েকজনকে ছেলেকে দেখতে পায় স্থানীয়রা। এ সময় সঙ্গে থাকা একটি প্লাস্টিকের বস্তা সন্দেহ হলে বস্তা থেকে দেশি অস্ত্র উদ্ধার করে।

পরে স্থানীয় লোকজনের সহায়তায় কিশোর গ্যাংয়ের সদস্য জিসানকে আটক করলেও অন্যরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের সদস্য জিসানকে আটক করে।

আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন জানান, স্থানীয় লোকজনের সহায়তা কিশোর গ্যাং সদস্য জিসানকে আটক করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

টিএইচ