সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

আখাউড়ায় মাদক সম্রাট শ্রমিকলীগ নেতা আটক

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

আখাউড়ায় মাদক সম্রাট শ্রমিকলীগ নেতা আটক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রিক্সা-ভ্যান শ্রমিকলীগের সভাপতি মাদক সম্রাট মুসলেম মিয়াকে আটক করেছে পুলিশ। তিনি আ.লীগের ছত্রছায়ায় আখাউড়া রেলওয়ে স্টেশন এলাকার অপরাধ জগতের সিন্ডিকেট প্রধান ও মাদক চোরাচালানের সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। 

এক সাধারণ ভ্যানচালক থেকে ১০ বছরে বিপুল অর্থ বিত্তের মালিক বনে যান। রোববার (৬ অক্টোবর) আদালতে পাঠায় পুলিশ। এর আগে গত শনিবার রাতে পৌরশহরের উপজেলা কমপ্লেক্স সংলগ্ন নিজ বাড়ি থেকে তাকে আটক করেন। সরকার পতনের পর ২৬ সেপ্টেম্বর মারামারি, অগ্নিসংযোগ ও বিস্ফোরক আইনের ধারায় আখাউড়ায় একটি মামলা হয়। তিনি ওই মামলার আসামি।

আখাউড়া থানার ওসি মোহাম্মদ আবুল হাসিম বলেন, আটক মুসলেম মিয়া মারামারি, অগ্নিসংযোগ ও বিস্ফোরক আইনের মামলার আসামি। তাকে আদালতে পাঠানো হয়েছে।

টিএইচ