রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

আগৈলঝাড়ায় বিয়ে বাড়িতে হামলায় আহত কনের চাচা নিহত

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

আগৈলঝাড়ায় বিয়ে বাড়িতে হামলায় আহত কনের চাচা নিহত

বরিশালের আগৈলঝাড়ায় বিয়ে বাড়িতে হামলার ঘটনায় কনের চাচা নিহতর ঘটনায় নিহতর স্ত্রীর মামলা করেছেন। থানার ওসি (তদন্ত) মো. মাজহারুল ইসলাম এজাহোরের বরাত দিয়ে জানান, উপজেলার রাজিহার ইউনিয়নের কান্দিরপাড় গ্রামের আব্দুর রহমানের ছেলে সেলিম সরদার গত ২৭ অক্টোবর তার ভাতিজির বিয়ের আয়োজন করে। 

বিয়ের অনুষ্ঠান ও আতিথিয়েতা শেষে বিকেলে বর ও কন্যাকে বিদায় দেয়ার সময় কনের মামা হূদয়ের সাথে বরের কাটাকাটি হয়। এসময় কনের মামা হূদয় বরকে সজোরে থাপ্পর মারে। বরকে থাপ্পর মারা নিয়ে ঘটনাস্থলে বিশৃঙ্খলার সৃষ্টি হলে একই বাড়ির হালিম সিকদার ও কনের চাচা সেলিম সরদার হূদয় সরদারকে থামানোর চেষ্টা করেন।

এ সময় কনের মামা হূদয় ও তার সাঙ্গপাঙ্গদের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে পাশে থাকা সেন্টারিংয়ের কাঠ দিয়ে হূদয় সেলিম সরদারের ওপর হামলা চালায়। হামলায় সেলিম সরদার গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানের চিকিৎসকরা গুরুতর আহত সেলিমকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। 

বরিশালে গুরুতর আহত সেলিমের চিকিৎসার উন্নতি না হওয়ায় ঢাকায় প্রেরণ করলে পরদিন ২৮ অক্টোবর ভোরে সেলিমকে ঢাকার টিজি মাল্টি স্পেশালিষ্ট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নিলে সেখানের চিকিৎসকরা সেলিম সরদারকে (৩৫) মৃত ঘোষণা করেন। 

নিহত সেলিম সরদারের স্ত্রী রোজিনা বেগম বাদী হয়ে হূদয় ও তার লোকজনের হামলায় তার স্বামীর নিহতর ঘটনায় গত মঙ্গলবার রাতে হূদয়কে প্রধান আসামি করে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩-৪ জনকে আসামি করে মামলা করেছেন। 

ওসি মাজাহারুল ইসলাম বলেন, মামলার পরে আসামিদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে।

টিএইচ