শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩১
The Daily Post

আচরণবিধি লঙ্ঘন: লাঙ্গল, সোনালী আঁশ ও কেটলি প্রতীকের প্রার্থীকে জরিমানা

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

আচরণবিধি লঙ্ঘন: লাঙ্গল, সোনালী আঁশ ও কেটলি প্রতীকের প্রার্থীকে জরিমানা

বোয়ালখালীতে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করায় চট্টগ্রাম ৮ আসনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী সোলায়মান আলম শেঠ, স্বতন্ত্র প্রার্থী সন্তোষ শর্মা ও আবদুচ ছালামের সমর্থকে জরিমানা করা হয়েছে। 

গত বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলা শাকপুরা, কালুরঘাট ফেরীঘাট ও কধুরখীল এলাকায় অভিযান পরিচালনা করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত ফাতেমা চৌধুরী এ জরিমানা করেন। 

অভিযান সূত্রে জানা গেছে, আচরণবিধি প্রতিপালন পর্যবেক্ষণকালীন নির্বাচনি আচরণবিধিমালা লঙ্ঘনের দায়ে লাঙ্গল প্রতীককে ১০ হাজার, সোনালী আঁশ প্রতীককে ২ হাজার ও কেটলি প্রতীককে ২ হাজার জরিমানা করা হয়। 

এ বিষয়ে সহকারী কমিশনা (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত ফাতেমা চৌধুরী বলেন, সকল প্রার্থীকে আচরণবিধি যথাযথভাবে পালনের অনুরোধ করা হলো। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আচরণ বিধি সঠিকভাবে প্রতিপালন না করা হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযানে বোয়ালখালী থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।

টিএইচ