বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
The Daily Post

আজমিরীগঞ্জে পাহাড়পুর রাস্তার সংযোগ বিচ্ছিন্ন!

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

আজমিরীগঞ্জে পাহাড়পুর রাস্তার সংযোগ বিচ্ছিন্ন!

অতিবৃষ্টি ও ঢলের পানির চাপে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নে বাঁধ ভেঙ্গে অবিরত পানি ঢুকছে।  এতে আজমিরীগঞ্জ হাওড় মুহূর্তের মধ্যেই তলিয়ে যায়। ভোগান্তি রয়েছে আজমিরীগঞ্জ-বদলপুরের যাত্রীরা।

অতিবৃষ্টি ও বানের পানির চাপে আজমিরীগঞ্জ বদলপুর ইউনিয়নে বাঁধ ভেঙ্গে অবিরত পানি ঢুকছে।  এতে আজমিরীগঞ্জ হাওড় মুহূর্তের মধ্যেই তলিয়ে যায়। ভোগান্তি রয়েছে আজমিরীগঞ্জ-বদলপুরের যাত্রীরা। 
ব্ৃহস্প্রতিবার (৪ জুলাই) সকাল ৮ ঘটিকায় কুশিয়ারা-কালনী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় প্রবল স্রোতের কারণে কৈয়ারডালা সংলগ্ন রাস্তা ভেঙ্গে মুহূর্তের মধ্যে হাওর তলিয়ে যায়।

স্থানীয়রা জানায়, ২০২২ সালের জুনের প্রথমে কৈয়ারডালা সংলগ্ন রাস্তাটি ভেঙ্গে যাওয়ার ফলে আজমিরীগঞ্জ সহ পার্শ্ববর্তী বানিয়াচং, নবীগঞ্জ উপজেলার হাওর এবং নিম্নাঞ্চল গুলো প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, কালনী-কুশিয়ারা নদীর আজমিরীগঞ্জ পয়েন্টে ৭০ সেন্টিমিটারের উপরে এবং মার্কুলী পয়েন্টে ৩৫ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। দিনের মধ্যে বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করছে ও বেশ লোকালয়ে প্রবেশ করছে বানের পানি, যার ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে আজমিরীগঞ্জ উপজেলার সাথে।

এই বিষয়ে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জুয়েল ভৌমিক বলেন, উপজেলায় আমাদের ১১ টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে। এ ছাড়া বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

টিএইচ