শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫
ঢাকা শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩১
The Daily Post
গোদাগাড়ী কমিউনিটি ক্লিনিক

আট মাস ধরে বেতন পাচ্ছেন না স্বাস্থ্যকর্মীরা

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি 

আট মাস ধরে বেতন পাচ্ছেন না স্বাস্থ্যকর্মীরা

রাজশাহীর গোদাগাড়ীতে কমিউনিটি ক্লিনিকে কর্মরত স্বাস্থ্যকর্মীরা ৮ মাস ধরে বেতন পাচ্ছেন না। ফলে চরম মানবেতর জীবনযাপন করছেন তারা। ২০২৪ সালের ১৫ ডিসেম্বর স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের মাধ্যমে পরিচালিত হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহীর নয়টি উপজেলায় মোট ২৩২টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। যার মধ্যে গোদাগাড়ীতে ৩৪টি, চারঘাটে ২৩টি, বাঘায় ২০টি, পবায় ৩২টি, তানোরে ১৯টি, মোহনপুরে ১৯টি, দুর্গাপুরে ১৯টি, পুঠিয়ায় ২৮টি, বাগমারায় ২০টি।

গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়েনের পিরিজপুর কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মোসা. রকিয়া খাতুন বলেন, আমরা প্রতিদিন শত শত রোগীকে সেবা দিচ্ছি । আগে বরাদ্দ আসলে দুই এক মাস পর বা প্রতি মাসেই বেতন পেয়েছি। গত ৮ মাস থেকে কোন বেতন হয়নি। এক প্রশ্নে জবাবে তিনি বলেন, ৮ মাস থেকে বেতন না পেলে সংসার চালাতে গিয়ে টাকা ধার ও বাকিও দিতে চাইনা কেউ।

গোদাগাড়ী উপজেলা কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার সমিতির সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম বলেন, টানা গত ৮ মাস মাসেও হয়নি। এ কারণে জেলার ২৩২ জন হেলথ কেয়ার প্রোভাইডার বেতন-ভাতা পাচ্ছেন না। অনেকেই ছেলেমেয়েদের পড়ার খরচ, পরিবারের অসুস্থ স্বজনদের চিকিৎসাসহ প্রয়োজনীয় ওষুধ কিনতে পারছেন না। বেতন-ভাতা বন্ধ থাকায় স্বাস্থ্যকর্মীদের মধ্যে হতাশা বিরাজ করছে।

কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার সমিতির রাজশাহী বিভাগীয় সাধারণ সম্পাদক মাহবুব আলম অন্তর বলেন, ট্রাস্ট ও রাজস্ব খাতের জটিলতার কারণে ৮ মাস ধরে বেতন ভাতা পাইনি। হাইকোটে রিট করে ট্রাস্ট থেকে রাজস্ব খাতে যাওয়ার পক্ষে রায় হয়। আপিল করলে আপিলে ট্রাস্টের পক্ষে রায় হয়। ২০২৪ সালের ১৫ ডিসেম্বর ট্রাস্টে যোগ হয়।

বেতন ভাতা না পাওয়ায় স্বাস্থ্যকর্মীরা হতাশার মধ্যে থাকায় রোগীদের ঠিকমত স্বাস্থ্যসেবা দিতে পারছেন না। ২০১১ সালে যারা কমিউনিটি ক্লিনিকে যোগদান করেছিলেন তাদের সবার সরকারি বয়সসীমা শেষ হয়ে গেছে। এ নিয়েও তারা দুশ্চিন্তায় আছে। সরকারি বয়স শেষ হয়ে যাওয়ায় অন্য কোন চাকরির সুযোগ থেকে তারা বঞ্চিত হচ্ছে। দ্রুত বকেয়া বেতন পরিশোধ করাসহ রাজস্ব খাতে স্থানান্তরের জোর দাবি জানিয়েছেন মাহবুব আলম অন্তর।

রাজশাহী  স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডক্টর মাহবুবা খাতুন বলেন, কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীদের বেতন রাজস্ব খাতে স্থানান্তরের জটিলতার কারণে আট মাস ধরে বন্ধ আছে। বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ে অবগত করা হয়েছে, দ্রুত সমাধানের চেষ্টা চলছে।

টিএইচ