বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

আটঘরিয়া উপজেলা চেয়ারম্যানের অপসারণ ও গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি

আটঘরিয়া উপজেলা চেয়ারম্যানের অপসারণ ও গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

আটঘরিয়া উপজেলা জামায়াত ও বিএনপির উদ্যোগে সমাবেশ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে রোববার (১৮ আগস্ট) উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলামের অপসারণ ও গ্রেপ্তার দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

পদত্যাগী হাসিনা সরকারের দালাল ও পাবনায় শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এ কর্মসূচি পালন করে। 

মানববন্ধনে অংশগ্রহণকারী ছাত্রদের মধ্যে বক্তব্য দেন, আটঘরিয়া উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক মঞ্জুরুল ইসলাম বাপ্পি। বিক্ষোভকারীরা উপজেলা চত্বর থেকে দেবোত্তর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে জামায়াত, বিএনপির ও ছাত্রদের সমাবেশে বক্তব্য দেন, পাবনা জেলা জামায়াতের নায়েবে আমির মাও. জহুরুল ইসলাম খান। তিনি বলেন, হাসিনা সরকারের দালালরা অনেকেই পালিয়েছে, যারা রক্তের উপর পাঁ দিয়ে চেয়ারে বসতে চাচ্ছে তাদের কোন রকম ছাড় দেয়া হবে না। 

তিনি আরও বলেন, বেশি বাড়াবাড়ি করবেন না? আটঘরিয়া উপজেলা আ.লীগের এখনও  সবার ঘরবাড়ি অক্ষত আছে। 

টিএইচ