সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

আটঘরিয়া দুস্থ ও জটিল রোগীদের মধ্যে চেক বিতরণ

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি

আটঘরিয়া দুস্থ ও জটিল রোগীদের মধ্যে চেক বিতরণ

পাবনার আটঘরিয়া উপজেলা সমাজসেবা বিভাগের উদ্যোগে রোববার (১৫ অক্টোবর) আটঘরিয়ার ২৭ জন দুস্থ অসহায় জটিল রোগীর মধ্যে ১৩ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। 

এতে প্রধান অতিথির বক্তব্যে আটঘরিয়া-ঈশ্বরদী (পাবনা-৪) এমপি বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাষ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের জন্য এত কিছু করছেন তাহলে হাসিনা কেন নয়? তার কোন বিকল্প নাই তিনি আসন্ন সংসদ নির্বাচনে আবারও নৌকায় ভোট চান।

উপজেলা পরিষদ হলে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাহারুল ইসলাম। এসময় ক্যান্সার, কিডনী, স্টোক, প্যারালাইসিস, জন্মগত হূদরোগ, থেলাসেমিয়া ইত্যাদি নানা জটিল  রোজীকে এককালীন ৫০ হাজার করে টাকা অনুদান প্রদান করা হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা জেসমিনআরা স্বাগত বক্তব্যের পর এ অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব্য রাখেন থানার ওসি মো. আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, আটঘরিয়া সাংবাদিক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মিয়া, কৃষি উপসহকারী কর্মকর্তা নুর এ আলম, লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যান আ. মালেক, বঙ্গবন্ধু কৃষি পদক প্রাপ্ত কৃষক দুলাল সরকার প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক সঞ্চলনা করেন উপজেলা যুব কর্মকর্তা রাজু আহম্মেদ।

টিএইচ