বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

আদব শেখার আদর্শ জায়গা হচ্ছে পিতা-মাতা ও পরিবার : চুয়াডাঙ্গা ডিসি

ইসলাম রকিব, চুয়াডাঙ্গা 

আদব শেখার আদর্শ জায়গা হচ্ছে পিতা-মাতা ও পরিবার : চুয়াডাঙ্গা ডিসি

সমাজের যেকোনো আদব শেখার বা মানবিক শিক্ষা লাভের আদর্শ জায়গা হচ্ছে তার পিতা-মাতা ও পরিবার। সোমবার (২৭ নভেম্বর) চুয়াডাঙ্গা জেলা সদরের আলোকদিয়া ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত যৌনহয়রানি ইভটিজিং, মাদক, জঙ্গীবাদ, দুর্নীতি প্রতিরোধ, আত্মহত্যার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি, ডেঙ্গু প্রতিরোধ ও সার্বিক আইন-শৃঙ্খলার বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অথিতির বক্তব্যে একথা বলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূঁইয়া এ সভায় সভাপতিত্ব করেন।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক আরো বলেন, আমরা যারা শিক্ষক, সরকারি কর্মচারী, সাংবাদিক, বিভিন্ন ক্ষেত্রে কাজ করি, আমাদেরও দায়িত্ব আছে। আমরা আজ কথা দিবো, আমরা সন্তানকে সময় দেবো। আমাদের সতর্ক থাকতে হবে। চুয়াডাঙ্গায় প্রায় প্রতিদিন আত্মহত্যার ঘটনা ঘটছে। এগুলোর দিকে সতর্ক থাকতে হবে। 

মতবিনিময় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আলুকদিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ।  অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুর রাজ্জাক। মতবিনিময় সভায় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আলুকদিয়া রোমেলা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী তাজমিন খাতুন ও শুভেচ্ছা বক্তব্য দেন আলোকদিয়া রোমেলা খাতুন মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আখতারুজ্জামান। 

এছাড়া  মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আলুকদিয়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধারা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানর শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, ইউপি সচিব, ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

টিএইচ