সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

আদমদীঘিতে অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি  

আদমদীঘিতে অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

বগুড়ার আদমদীঘির শিববাটি এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন, কাহালু উপজেলার চাকদাহ উত্তরপাড়ার জাহাঙ্গীর আলমের ছেলে জোবায়েদ আলম ওরফে শাকিল (২৩) ও আদমদীঘির হলুদঘর পশ্চিমপাড়ার আনিছুর রহমানের ছেলে বুলবুল হোসেন ওরফে সুমন (২৬)। 

গত রোববার রাতে উপজেলার শিববাটি গ্রামের ঠাকুর দাসের দোকানের সামনে থেকে ২টি দেশীয় অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করে পুলিশ।

আদমদীঘি থানা পুলিশ সূত্রে জানা গেছে, শিববাটি ঠাকুর দাসের হোমিও দোকানের সামনে রাস্তার উপর পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশি করার সময় শাকিল ও সুমনকে পুলিশ দাঁড়াতে বললে তারা দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। 

এ সময় পুলিশ তাদের আটক করে দেহ তল্লাশি করলে তাদের নিকট বার্মিজ দুটি চাকু উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করেন। এ ঘটনায় আদমদীঘির থানার উপ-পরিদর্শক নাজমুল হোসেন বাদী হয়ে সোমবার (২৯ মে) অস্ত্র আইনে থানায় মামলা করেন।

এ বিষয়ে আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা বলেন, মামলার পর তাদের বগুড়া আদালতে প্রেরন করা হয়েছে।

টিএইচ