বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

আদমদীঘিতে চোরাই মোটরসাইকেল ও যন্ত্রাংশসহ তিনজন গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি

আদমদীঘিতে চোরাই মোটরসাইকেল ও যন্ত্রাংশসহ তিনজন গ্রেপ্তার

বগুড়ার আদমদীঘিতে চোরাই মোটরসাইকেল ও কিছু যন্ত্রাংশসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আদমদীঘি থানা পুলিশ। গত শুক্রবার দিবাগত রাতে আদমদীঘি সদরের ডালম্বা গ্রামের মাজারের দানবাক্সের পাশে আনিছুর রহমানের দোকান ঘর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন, আদমদীঘি সদরের ডালম্বা গ্রামের ইয়াছিন আলীর ছেলে আনিছুর রহমান, বড় মালশন গ্রামের ইউনুছ আলির ছেলে মোতালিব হোসেন ও উথরাইল জাহানাবাজ গ্রামের সাইদুর কাজীর ছেলে রবিউল কাজী। এ ব্যাপারে আদমদীঘি থানায় একটি মামলা হয়েছে। 

আদমদীঘি থানার উপ-পরিদর্শক তরিকুল ইসলাম জানান, গত শুক্রবার রাতে সঙ্গীয় ফোর্সসহ উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার এবং দোকান ঘর থেকে একটি নম্বর বিহীন ডিসকোভার মোটরসাইকেল, অন্য মোটরসাইকেলের একটি সিট, দুটি সাইড কভার, একটি হেডলাইট, একটি চেইন কভারসহ বেশ কিছু চোরাই মোটরসাইকেলের যন্ত্রাংশ উদ্ধার করা হয়। 

আদমদীঘি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী বলেন গ্রেপ্তারদের শনিবার (৬ এপ্রিল) আদালতে পাঠানো হয়েছে।

টিএইচ