সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

আদমদীঘিতে বার্মিজ চাকুসহ যুবক গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি 

আদমদীঘিতে বার্মিজ চাকুসহ যুবক গ্রেপ্তার

বগুড়ার আদমদীঘিতে বার্মিজ চাকুসহ আমিরুল ইসলাম (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত ১৫ আগস্ট গভীর রাতে আদমদীঘি পশ্চিম বাজার ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তার আমিরুল ইসলাম বগুড়া জেলার কাহালু উপজেলার কালুসাকাটিয়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

আদমদীঘি থানার ওসি রেজাউল করিম জানান, আদমদীঘি থানা পুলিশ প্রতিদিনের মতো রাত্রিকালীন রণপাহারা করছিল। মঙ্গলবার গভীর রাতে আদমদীঘি পশ্চিম বাজার ব্রিজ এলাকায় পাকা রাস্তা দিয়ে এক যুবক হেঁটে যাওয়ার সময় তার গতিবিধি সন্দেহ হলে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটকায় । 

এরপর তার শরীর তল্লাশি করে একটি স্টিলের বার্মিজ ফোল্ডিং চাকু জব্দ করা হয়েছে। তার নামে সাভার থানায় অপর একটি অস্ত্র আইনে মামলা ও কাহালু থানায় মাদক মামলা রয়েছে। বুধবার (১৬ আগস্ট) তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

টিএইচ