বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

আদমদীঘিতে সরকারি চাল জব্দের ঘটনায় মামলা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি 

আদমদীঘিতে সরকারি চাল জব্দের ঘটনায় মামলা

বগুড়ার আদমদীঘিতে একটি গুদাম থেকে খাদ্য অধিদপ্তরের মোড়কজাত পাটের সরকারি ১৪ বস্তা চাল ও চোলাই মদ জব্দ করা হয়েছে। গত বৃহস্পতিবার আদমদীঘির ছাতিয়ানগ্রাম বাজার এলাকার একটি গুদাম থেকে এসব জব্দ করেন আদমদীঘির সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেন। 

এ ঘটনায় আদমদীঘি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মকদুবুল হক বিশ্বাস বাদি হয়ে উজ্জল হোসেন নামের এক ব্যক্তিকে আসামি করে থানায় একটি মামলা করেন। উজ্জল হোসেন উপজেলার অন্তাহার গ্রামের ইসমাইল প্রামানিকের ছেলে।

আদমদীঘি খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মকদুবুল হক বিশ্বাস জানান, আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম বাজারের উজ্জল হোসেনের দোকানের পিছনে কালোবাজারে পাচারের উদ্দেশ্যে একটি গুদাম ঘরে সরকারি বস্তায় চাল রয়েছে। 

এমন সংবাদের ভিক্তিতে গত বৃহস্পতিবার আদমদীঘির সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেন ওই গুদামে অভিযান চালিয়ে খাদ্য অধিদপ্তরের মোড়কজাত পাটের বস্তায় ৩০ কেজি করে মোট ১৪ বস্তা চাল, চার বোতল চোলাই মদ, মেসার্স হূদয় এন্টারপ্রাইজ নামের মানি রিসিপ ও একটি হিসাবের খসড়া খাতা জব্দ করেন। আদমদীঘি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী মামলা বিষয়টি জানিয়েছেন।

টিএইচ