বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

আদমদীঘিতে স্বামী-স্ত্রীসহ চার মাদক কারবারি গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

আদমদীঘিতে স্বামী-স্ত্রীসহ চার মাদক কারবারি গ্রেপ্তার

বগুড়ার আদমদীঘিতে পুলিশ অভিযান চালিয়ে স্বামী-স্ত্রীসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে ১১ গ্রাম হেরোইন, ৫০ গ্রাম গাঁজা ও ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। গত ৮ জানুয়ারি রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন আদমদীঘি উপজেলার সান্তাহার নতুন বাজার এলাকার সোলেমানের ছেলে হযরত আলী (৫২), তার স্ত্রী আনজু বেগম (৪১), দুপচাঁচিয়া উপজেলার মোড়গ্রাম গ্রামের গোপাল সরকারের ছেলে গোবিন্দ চন্দ্র সরকার (৩২) ও নওগাঁ সদরের এনায়েতপুর গ্রামের দীপকের ছেলে চঞ্চল (২৮)। এ ব্যাপারে আদমদীঘি থানায় পৃথক তিনটি মাদক মামলা হয়েছে। 

আদমদীঘি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী জানান, গত সোমবার রাতে আদমদীঘি উপজেলার সান্তাহার, বোয়ালিয়া মোড়সহ বিভিন্ন স্থানে থানা পুলিশ অভিযান চালিয়ে ১১ গ্রাম হেরোইন, ৫০ গ্রাম গাঁজা ও ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দসহ উল্লিখিত চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

টিএইচ