বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

আবারো হালদায় ভেসে উঠল মৃত কাতলা মা মাছ

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

আবারো হালদায় ভেসে উঠল মৃত কাতলা মা মাছ

প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী থেকে আবারও ভেসে উঠল একটি মৃত কাতলা মা মাছ। এদিকে গত দুই সপ্তাহে হালদা নদীতে ২ টি ডলফিন ও ৭টি মা মাছের মৃত্যু হয়। 

সবমিলিয়ে হালদা নদীর এমন অবস্থায় শঙ্কিত বিশেষজ্ঞরা। পরিস্থিতির উন্নতিতে তারা দিয়েছেন বেশকিছু পরামর্শ। আবার স্থানীয়রা জোর দিয়েছেন বন্ধ থাকা অভিযান দ্রুত শুরু করতে। রোববার (৭ জুলাই) নদীর রাউজান অংশের উরকিরচর ইউনিয়নের মইশকরম এলাকা থেকে প্রায় ১২ কেজি ওজনের একটি মৃত কাতলা মা মাছ উদ্বার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য সাজ্জাদ শাহ বলেন, একটি মৃত মা মাছ নদীতে ভেসে উঠার খবর পেয়ে আমি ও স্থানীয় গ্রাম পুলিশের সহযোগিতায় উদ্ধার করেছি। মাছটি পঁচে দূর্গন্ধ সৃষ্টি করায় ইউএনওর নির্দেশনায় মাছটিকে মাটি চাপা দেয়। 

হালদা গবেষক ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের জীববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. শফিকুল ইসলাম বলেন, হালদা জলজ বাস্তুতন্ত্রকে মাছ, ডলফিন ও অন্য প্রাণির নিরাপদ আবাসস্থল নিশ্চিত করতে দূষণসহ সবধরনের ধংসাত্মক কর্মকান্ড বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

টিএইচ