আচরনবিধি লঙ্ঘনের অভিযোগে এনামুল নামের একজনকে এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। রোববার (২৮ এপ্রিল) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন চাকমা তাকে এ দণ্ড দেন।
জানাগেছে, রোববার (২৮ এপ্রিল) আমতলী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে উত্তর পশ্চিম টিয়াখালী কালামিয়া দাখিল মাদ্রাসার কেন্দ্রে এনামুল নামের একজন গরিবের ঠান্ডা পানি খেয়ে যান বলে এক প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছিল।
এমন অভিযোগে পুলিশ তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালতের বিচারক মিল্টন চাকমা আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
ভ্রাম্যামাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন চাকমা বলেন, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
টিএইচ