প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুন বলেছেন, রাজনীতি মানে মানুষের পাশে থাকা, মানুষের ভাগ্যোন্নয়ন। এই শিক্ষা আমি আমার পরিবার থেকে এবং শেখ হাসিনার কাছ থেকে পেয়েছি।
গত মঙ্গলবার রাতে জেলা শহরের শিল্পকলা একাডেমিতে কিশোরগঞ্জ সদর উপজেলার তৃণমূল আ.লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে পরামর্শ সভায় তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, নেত্রীর ত্রাণ তহবিল থেকে আমি কিশোরগঞ্জ সদর ও হোসেনপুরে অনেক অনুদান এনে দিয়েছি। আমি মনে করি তৃণমূল আ.লীগের নেতাকর্মীরাই আমার পরিবার পরিজন-আত্বীয়স্বজন। প্রিয় নেত্রী সারা বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করছেন। কিন্তু আমাদের কিশোরগঞ্জের কোন উন্নয়ন কি হয়েছে? সারা কিশোরগঞ্জ হোসেনপুর বিশেষ কোন প্রকল্প উদ্বোধন হয়নি।
সভায় মূখ্য আলোচক ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুন। জেলা আ.লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমির পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা মহিলা আ.লীগের সভাপতি সাবেক এমপি দিলারা বেগম আছমা, জেলা আ.লীগের দপ্তর সম্পাদক আহমেদ উল্লাহ, ধর্ম বিষয়ক সম্পাদক সামসুল ইসলাম খান মাসুম, পৌরমেয়র পারভেজ মিয়াসহ আরো অনেকেই। এসময় সদর উপজেলার ১১ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার বিভিন্ন পর্যায়ের হাজারো নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
টিএইচ