বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

‘আমি রাজনীতি করি জনগণের উন্নয়ন ও মূল্যায়নের জন্য’

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি 

‘আমি রাজনীতি করি জনগণের উন্নয়ন ও মূল্যায়নের জন্য’

ফরিদপুর-৪ আসনের এমপি ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, আমি রাজনীতি করি জনগণের উন্নয়ন ও মূল্যায়নের জন্য। তিনি বলেন, ২০০৯ সালে ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাষনের জনগণ আমাকে না চিনে প্রথমবার ভোট দিয়ে এমপি বানিয়েছে তাদের উন্নয়নের জন্য। 

আমি কথা দিয়েছিলাম নির্বাচিত হয়ে রাস্তা-ঘাট, ব্রিজ, কালভার্ট দিয়ে সার্বিক উন্নয়ন করবো। রাস্তা-ব্রিজ-কালভার্ট দিয়েছি। আগামীতে ৪১টি রাস্তা পাকাকরণের টেন্ডার হওয়ার পথে। বাকি ৭০টি গ্রাম্য রাস্তা পাকাকরণের কাজ প্রক্রীয়াধীন রয়েছে। আপনাদের রাস্তাঘাট ব্রিজ কালভার্ট করেছি। 

আগামীতে আমাদের নতুন প্রজন্ম যাতে লেখাপড়া করে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে ও সুখ-শান্তিতে বসবাস করে বঙ্গবন্ধুর আদর্শের সোনার বাংলা গড়ে তুলতে পারে। সে চেষ্টা আপনাদের সাথে নিয়ে চালিয়ে যাচ্ছি। শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই উন্নয়ন করতে পারছি। আগামীতে যাতে শেখ হাসিনা ক্ষমতায় আসতে পারে। তার নেতৃত্বে আমাদের সকলকে ঐক্যবন্ধ হতে হবে। 

তিনি শুক্রবার (৭ এপ্রিল) সদরপুরের চরবিষ্ণুপুর ইউনিয়নের চরচাঁদপুর বাজার থেকে কোলচুড়ি ও চরচাঁদপুর বাজার থেকে মৌলবীরচর প্রায় ৩ কোটি ৩ লাখ টাকা ব্যয়ে জোড়া রাস্তার পাকাকরণের ফলক উন্মোচনের সময় এক মতবিনিময় সভায় একথা বলেন। 

চরবিষ্ণুপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা প্রকৌশলী আব্দুল মমিন, ভাষানচর ইউনিয়নের চেয়ারম্যান শেখ গোলাম কাউছার। এ সময় উপস্থিত ছিলেন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও নিক্সন সমর্থিত নেতাকর্মিরা।

টিএইচ