শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
The Daily Post

আমুর বিপক্ষে নেই কোন স্বতন্ত্র ও শক্ত প্রার্থী

নলছিটি প্রতিনিধি

আমুর বিপক্ষে নেই কোন স্বতন্ত্র ও শক্ত প্রার্থী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি- ২ (ঝালকাঠি সদর-নলছিটি) আসনে আ.লীগ থেকে নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করবেন দলটির উপদেষ্টা এবং ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু। তার বিপক্ষে শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী নেই বলে মনে করছেন ভোটাররা। এ আসনে  স্বতন্ত্র বা শক্ত কোন প্রার্থী না থাকায় স্বস্তিতে রয়েছেন আ.লীগের নেতাকর্মীরা।

গত ১৮ ডিসেম্বর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার ফারাহ গুল নিঝুম প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ দেন। এ আসনে আ.লীগের মনোনীত প্রার্থী আমির হোসেন আমু এমপি পেয়েছেন নৌকা প্রতিক। 

তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টি মনোনীত নাসির উদ্দিন ইমরান পেয়েছেন লাঙ্গল প্রতিক ও ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মনোনীত মো. ফোরকান পেয়েছেন আম প্রতিক। আমির হোসেন আমু ছাড়া অন্য দুই  প্রার্থীই ভোটাদের কাছে অপরিচিত।

ঝালকাঠি শহরের ৪নং ওয়ার্ডের বাসিন্দা জাকির হোসেন বলেন, নির্বাচনে বিএনপি অংশ না নেয়ায় আমির হোসেন আমুর বিপক্ষে স্বতন্ত্র বা শক্ত কোন প্রার্থী নেই। এ আসনে আর যারা রয়েছেন তারা সবাই নতুন। এমনকি অনেকে তাদের চেনেনও না। এর ফলে আমির হোসেন আমুর বিজয় অনেকটা সময়ের ব্যাপার।

নলছিটি উপজেলা পৌর এলাকার বাসিন্দা ভোটার আজিজ হোসেন বলেন, আমির হোসেন আমু সাবেক দুইবারের  শিল্প ও বাণিজ্য মন্ত্রী ছিলেন। এছাড়া তিনি একজন বর্ষিয়ান রাজনীতিবিদ তার সঙ্গে বাকি যে দুজন প্রার্থী রয়েছেন তারা কোন বিষয় না। যে কারণে তার বিজয় অনেকটা নিশ্চিত বলা যায়।

চা দোকানি বেল্লাল হাওলাদার  বলেন, এ আসনে আমির হোসেন আমু বাদে বাকি দুই প্রার্থী হয়েছেন, তাদের নাম কখনো শুনিনি বা দেখিনি। প্রসঙ্গত, ঝালকাঠি -২ আসনে মোট ভোটার ৩ লাখ ৪২ হাজার  ১৫৬ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭৩ হাজার ৯০০ জন ও নারী ভোটার ১ লাখ ৬৮ হাজার  ২৫৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন।

টিএইচ