মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১
The Daily Post

আলফাডাঙ্গার সাবেক উপজেলা চেয়ারম্যান ভারতে গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি

আলফাডাঙ্গার সাবেক উপজেলা চেয়ারম্যান ভারতে গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও যুবলীগ নেতা কাজী মনিরুল হক তার ছেলে ও এক সহযোগীকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ।

শুক্রবার (২৮ মার্চ) ভারতীয় একটি গণমাধ্যমের মাধ্যমে তাদের গ্রেপ্তারের বিষয়টি সত্যতা নিশ্চিত হওয়া গেছে। গ্রেপ্তাররা হলেন, কাজী মনিরুল হক, তার বড় ছেলে কাজী সাগর ও জাফর মিয়া।

ভারতীয় একটি গণমাধ্যম সূত্রে জানাগেছে, অবৈধভাবে ভারতে বসবাসের দায়ে গোপন সংবাদের ভিত্তিতে গত ২৬ মার্চ রাতে অভিযান চালিয়ে কাজী মনিরুল হক, কাজী সাগর ও জাফর মিয়া নামে তাদের তিনজনকে গ্রেপ্তার করেন নদীয়ার গাংনাপুর থানা পুলিশ। পরে ২৭ মার্চ তাদের তিনজনকে রানাঘাট আদালতে পাঠায় পুলিশ। তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে কোনোরকম নথি ছাড়াই প্রবেশ করেছিল।

এদিকে, গত ২০ মার্চ রাতে ঢাকার আজিমপুরের একটি বাসা থেকে কাজী মনিরুল হকের বড় ছেলে কাজী সাগরের স্ত্রী তাহিয়া তাসনিম ওরফে ফিমার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের পরিবারের দাবি, ফিমার গলায় স্পষ্ট আঘাতের চিহ্ন এবং শরীরে একাধিক ক্ষতের চিহ্ন পাওয়া গেছে, যা শ্বাসরোধ করে হত্যার ইঙ্গিত দেয়।

প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে, তার স্বামী কাজী সাগরই তাকে হত্যা করেছে। এই ঘটনার পরপরই কাজী মনিরুল হক তার ছেলে কাজী সাগরকে নিয়ে ভারতে পালিয়ে যান। 

এ বিষয়ে বক্তব্য জানতে কাজী মনিরুল হকের পরিবার ও তার কোন আত্মীয়-স্বজনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

টিএইচ