শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩১
The Daily Post

আলফাডাঙ্গায় ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিকে জরিমানা

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি  

আলফাডাঙ্গায় ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিকে জরিমানা

ফরিদপুরের আলফাডাঙ্গা পৌর বাজারের  চারটি ডায়াগনস্টিক সেন্টার ও দুইটি ফার্মেসিকে এক লাখ ত্রিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার দুপুর  থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক  এ আদালত পরিচালনা করেন। 

এ সময় বিভিন্ন অনিয়ম প্রমাণিত হলে চারটি ডায়াগনস্টিক সেন্টার হলো, হেলথ এইড মেডিকেল সেন্টারকে পঁচিশ হাজার, মেডিপ্লাস ডায়াগনস্টিক সেন্টারকে পঁচিশ হাজার, স্কয়ার ডায়াগনস্টিক সেন্টারকে পঞ্চাশ হাজার ও জননী ডায়াগনস্টিক সেন্টারকে দশ হাজার জরিমানা করা হয়েছে। 

অপর দিকে দুটি ফার্মেসির মধ্যে আব্দুর রহমান ফার্মেসিকে দশ হাজার ও আনোয়ারা ফার্মেসিকে দশ হাজার টাকাসহ সর্বমোট এক লাখ ত্রিশ হাজার টাকা  জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত। একইসাথে দুইটি ফার্মেসিকে সাময়িকভাবে বন্ধ করেন এ আদালত।

সংশ্লিষ্ট আদালত সূত্রে গেছে, লাইসেন্স বিহীন ও নবায়ন নেই, অননুমোদিতভাবে ঝুঁকিযুক্ত  এক্স-রে মেশিন চালানো, সি ক্যাটাগরির লাইসেন্স নিয়ে বি ক্যাটাগরি কার্যক্রম পরিচালনা, প্রয়োজনীয় ডাক্তার, নার্স ও মেডিকেল টেকনোলিজিস্ট না রেখেই ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা, ডেঙ্গু পরীক্ষায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি অর্থ গ্রহণের অপরাধে ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অর্থদণ্ড প্রদান করা হয়। 

এছাড়াও লাইসেন্স ও রেজিস্টার্ড ফার্মাসিস্ট না থাকাসহ বিভিন্ন কারণে ভোক্তা স্বার্থ রক্ষায় ফার্মেসি দু’টিতে জরিমানা করা হয়। একইসঙ্গে ফার্মেসি দু’টিকে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

এ সময় জেলা সিভিল সার্জন মো. সিদ্দিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল হাসান  উপস্থিত ছিলেন।

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক বলেন, নানা অনিয়ম প্রমাণিত হওয়াতে চারটি ডায়াগনস্টিক সেন্টার ও দুইটি ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে। একইসঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দুটি ফার্মেসিকে সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

টিএইচ