সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

আলমডাঙ্গায় মাদকসহ যুবক আটক

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি   

আলমডাঙ্গায় মাদকসহ যুবক আটক

আলমডাঙ্গা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ ফরিদপুর গ্রামের আলমগীর হোসেনকে আটক করেছে। গত শুক্রবার সন্ধ্যায় ফরিদপুর গ্রাম থেকে তাকে ২শ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

জানাগেছে, উপজেলা বেলগাছি ইউনিয়নের ফরিদপুর গ্রামের কারিগরপাড়ার আব্দুল বারেকের ছেলে আলমগীর হোসেন (৪৩) দীর্ঘদিন ধরে গাঁজা সেবন ও বিক্রয় করে আসছে। 

গত শুক্রবার আলমডাঙ্গা থানার এসআই আশিকুল হক ও এএসআই রওশন আলী সঙ্গীয় ফোর্স নিয়ে ফরিদপুর গ্রামের দেলু মণ্ডলের বাঁশবাগানে অভিযান চালায়। 

এসময় বাঁশবাগানে গাঁজা বিক্রয়কালে আলমগীর হোসেনকে আটক করে। এ বিষয়ে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

টিএইচ