রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

আলমডাঙ্গায় শিশুকে ধর্ষণের অভিযোগে একজন আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি

আলমডাঙ্গায় শিশুকে ধর্ষণের অভিযোগে একজন আটক

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশি চাচা হামজারুলকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার বাড়ির পাশের মাঠে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে বলে জানায় শিশুটির পরিবার। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার চিকিৎসা না করে আলমডাঙ্গা থানায় পাঠিয়ে দেয়। 

এ বিষয়ে রাতে আলমডাঙ্গা থানায় শিশুটির পিতা লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ দায়েরের পর আলমডাঙ্গা থানা পুলিশ অভিযুক্ত হামজারুলকে আটক করে নিয়ে আসে।

ধর্ষণের অভিযোগে আটক হামজারুল ইসলাম উপজেলার ওসমানপুর দক্ষিণপাড়ার জহুরুল ইসলামের ছেলে। হামজারুল এক সময় হেফজখানায় থেকে লেখাপড়া করত। সে এখন আর লেখাপড়া করে না। ঘটনার পর পরই হামজারুল পালিয়ে যায়। পরে আলমডাঙ্গা থানা পুলিশ রাতেই অভিযান চালিয়ে তাকে আটক করে ।

শিশুটির পিতা জানায়, প্রতিবেশী জহুরুলের একটি মেয়ে আছে তার সঙ্গে আমার মেয়ে খেলাধুলা করে। গত বৃহস্পতিবার আমার মেয়ের সঙ্গে অভিযুক্ত হামজারুলের বোন খেলা করছিল। হামজারুল আমার মেয়েকে ডেকে বাড়ির পাশে নিয়ে জোরপূর্বক মুখ চেপে ধরে ধর্ষণ করে। 

পরে রক্তাক্ত অবস্থায় আমার মেয়ে কান্না করতে করতে বাড়িতে এসে সব খুলে বলে। আমরা তাকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের ডাক্তারা বলে এটা পুলিশ কেস। আপনারা আগে থানায় যান। পরে আমরা থানায় গিয়ে ওসিকে ঘটনা বলি। আলমডাঙ্গা থানার ওসি শেখ গণি মিয়া জানান, ধর্ষণের ঘটনায় শিশুর পিতা লিখিত অভিযোগ দিয়েছে। অভিযুক্তকে আটক করা হয়েছে।

টিএইচ