শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

আলমডাঙ্গায় সাধারণ শিক্ষার্থীদের শহর সংস্কার কর্মসূচি

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি   

আলমডাঙ্গায় সাধারণ শিক্ষার্থীদের শহর সংস্কার কর্মসূচি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সাধারণ শিক্ষার্থীদের শহর সংস্কারণ কর্মসূচি শুরু করেছে। শুক্রবার (১৬ আগস্ট) আলমডাঙ্গার সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন ও উপজেলা এরশাদ মঞ্চ চত্ত্বর পরিচ্ছন্ন করার মাধ্যমে এ কর্মসূচি শুরু করে। 

এসময় শিক্ষার্থীদের পক্ষ থেকে এলাকায় সকলকে জনসচেতনতা সৃষ্টি করা হয় এবং আলমডাঙ্গা রেলস্টেশনে টিকেট কালোবাজারি ও সিন্ডিকেট বন্ধ করতে সকলের মতামত ও পরামর্শ গ্রহণ করে।

এসময় শিক্ষার্থীরা জানায়, আমরা দ্রুতই আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান ও পড়ার টেবিলে ফিরে যাব। তাই এর ভিতরেই আলমডাঙ্গা পৌরসভা ও নির্ধারিত সেক্টরগুলো যেন সকলে তাদের স্ব স্ব কাজ বুঝে নেয় এবং তা নিয়মিত পালন করে সে চেষ্টা করছি।

জানায়ায় শিক্ষার্থীরা নিজ উদ্যোগে শহরে কিছু ডাস্টবিন স্থাপন করার পরে সুধি সমাজের তীব্র চাপের মুখে পৌরসভা অনেকগুলো ডাস্টবিন স্থাপন করে। কিন্তুু সেগুলো পরিপূর্ণ হয়ে গেলেও সেখান থেকে ময়লা সংগ্রহ করতে আলমডাঙ্গা পৌরসভাকে কালবিলম্ব করে উদাসীন আচরণ করতে দেখা গেছে। এ ব্যাপারে শিক্ষার্থীদের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। 

রেলস্টেশন পরিষ্কার কর্মসূচি দেখে স্থানীয় লোকেরা স্বতঃস্ফূর্ত সমর্থন জানিয়েছে এবং তাদের নানাবিধ সমস্যার কথাও জানিয়েছে। তবে সচেতন মহল মনে করছেন, শুধু শিক্ষার্থীরা না বরং সব শ্রেণির মানুষ তার নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসলে তবেই একটি সুন্দর আলমডাঙ্গা শহর পুনর্গঠন সম্ভব।

টিএইচ