বাংলাদেশ সেনাবাহিনী ২৪ পদাতিক ডিভিশন, ৬৯ বিগ্রেডের অধিনস্থ আলীকদম জোন জনগোষ্ঠীর উন্নয়নে অব্যাহত সহযোগিতার অংশ হিসেবে রোববার (২০ এপ্রিল) বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানকে প্রায় তিন লাখ টাকা নগদ অনুদান বিতরণ করেন। আলীকদম জোনের (৩১বীর) দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যে রোববার (২০ এপ্রিল) আলীকদম জোনের ক্যান্টিনসংলগ্ন হলরুমে এই অনুদান বিতরণ করা হয়।
জোনের পক্ষ থেকে প্রতি মাসে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানার শিক্ষক শিক্ষার্থী, গরিব ও দুস্থ পরিবারসহ উপজাতীয় মুসলিম কল্যাণ সংস্থা, আলীকদম মুরং কমপ্লেক্সে ছাত্রছাত্রীদের খাবার বিল, চিকিৎসা সহায়তা বাবদ আর্থিক সহায়তা দিয়ে আসছে। এ ছাড়াও ব্যক্তি বিশেষ ও তাৎক্ষণিক সর্বমোট দুই লাখ ৮৭ হাজার ১৮২ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।
আলীকদম জোন কর্তৃক প্রতিমাসেই এসব প্রতিষ্ঠানকে অনুরূপ অনুদান প্রদান করা হয়ে থাকে। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলীকদম জোন উপঅধিনায়ক মেজর মো. মঞ্জুর মোর্শেদ পিএসসি।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন মোহাম্মদ আলী তাওহীদ। এ সময় প্রধান অতিথি বলেন, জনগোষ্ঠীর নিরাপত্তার পাশাপাশি আলীকদম জোনের পক্ষ থেকে অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়নমূলক কাজ চলমান আছে, ভবিষ্যতেও থাকবে।
সেই সাথে আলীকদম জোনের আওতাধীন সব ক্যাম্পগুলোতেও অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়নমূলক কাজ এবং দুস্থদের চিকিৎসার্থে মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
টিএইচ