বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

‘আলেমগণ ঐক্যবদ্ধ হলে ইসলামের বিজয় নিশ্চিত’

রাজশাহী ব্যুরো

‘আলেমগণ ঐক্যবদ্ধ হলে ইসলামের বিজয় নিশ্চিত’

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও উলামা বিভাগের কেন্দ্রীয় সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, এদেশে দ্বীন ইসলাম প্রতিষ্ঠার জন্য সকল মতের আলেমদের ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। 

আলেমরা ঐক্যবদ্ধ হলে ইসলামের বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ। এই ঐক্যবদ্ধ প্রচেষ্টাকে সফল করতে জামায়াতে ইসলামী সব ধরনের ছাড় দিতে প্রস্তুত রয়েছে।

শনিবার (২ নভেম্বর) রাজশাহী নগরীর নাইস কনভেনশন সেন্টারে জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর ওলামা বিভাগ কর্তৃক আয়োজিত ‘উলামা মাশায়েখ’ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

প্রধান আলোচকের বক্তব্যে ড. মাওলানা মুফতি খলিলুর রহমান মাদানী বলেন, কেবল মাত্র উলামায়ে কেরামের ইমামতিতেই এদেশে শির্ক বিদয়াতমুক্ত, অপরাধ, দুর্নীতি এবং সন্ত্রাসমুক্ত সমাজ গঠন সম্ভব।

জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উলামা বিভাগের সেক্রেটারি মাওলানা রুহুল আমিনের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমির ড. মাওলানা কেরামত আলী। 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির অ্যাড. আবু মোহাম্মদ সেলিম, সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. নিজাম উদ্দিন মজলিসে মোফাসরিন রাজশাহী মহানগরীর সভাপতি হাফেজ মাওলানা আবুল কালাম আযাদসহ রাজশাহীর বিভিন্ন আলেম উলামারা।

টিএইচ