শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩১
The Daily Post

আশাশুনিতে আ.লীগের দুই ইউপি চেয়ারম্যান আটক

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

আশাশুনিতে আ.লীগের দুই ইউপি চেয়ারম্যান আটক

পৃথক অভিযানে সাতক্ষীরার আশাশুনি উপজেলার দুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ। আটক চেয়ারম্যান দুজন হলেন- খাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম শাহনেওয়াজ ডালিম ও আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান হোসেন। দুজনেই নৌকা প্রতীকের চেয়ারম্যান। 

গত সোমবার রাতে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান হোসেনকে আটক করা হয়। এর আগে গত রোববার গভীর রাতে সাতক্ষীরা সদর থেকে খাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিমকে আটক করে পুলিশ। 

আটক শাহনেওয়াজ ডালিম আশাশুনি উপজেলা আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও এসএম হোসেনুজ্জামান হোসেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি হিসেবে দায়িত্বরত আছেন।

এ বিষয়ে আশাশুনি থানার ওসি নজরুল ইসলাম জানান, পৃথক অভিযানে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার শাহনেওয়াজ ডালিম চেয়ারম্যানকে গত ৫ আগস্ট প্রতাপনগর ইউপির সাবেক চেয়ারম্যান জাকির হোসেনকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এ মামলার আসামি হিসেবে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এসএম হোসেনুজ্জামান হোসেনের আটক সম্পর্কে ওসি বলেন, বর্তমানে চেয়ারম্যান হোসেন থানা পুলিশের হেফাজতে রয়েছে। কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে নিশ্চিত করে পুলিশের পক্ষ থেকে জানা যায়নি। তবে পুলিশ হেফাজতে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ওসি।

টিএইচ