রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

আশাশুনির চেউটিয়া নদী উন্মুক্তের দাবিতে মানববন্ধন

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

আশাশুনির চেউটিয়া নদী উন্মুক্তের দাবিতে মানববন্ধন

দীর্ঘদিন যাবত সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের চেউটিয়া নদীতে বাঁধ দেয়া ও স্লুইসগেট নির্মাণ না করার ফলে বিঘ্নিত হচ্ছে আবাদি জমির পানি নিষ্কাশন ব্যবস্থা। এতে আশপাশের প্রায় ১০ হাজার বিঘা কৃষিজমি হুমকির মুখে পড়েছে। স্থানীয়রা বলছেন, নদীটি উন্মুক্ত করে বিলের পানি সরে যেতে দিলেই জলাবদ্ধতা নিরসন হবে। 

এই দাবিতে আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে চেউটিয়া নদীর পাড়ে মানববন্ধন করেছে অত্র এলাকার সাধারণ জনগণ। গত বৃহস্পতিবার ফটিকখালিতে চেউটিয়া নদীর পাড়ে স্থানীয় শিবপদ মণ্ডলের সভাপতিত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম, হাবিবুর রহমান, গণেশ চন্দ্র বৈদ্য, প্রদীপ চক্রবর্তী, অরুন মণ্ডল, নৃপেন্দ্র মণ্ডল, কিংকর মণ্ডল, হিরন্ময় মণ্ডলসহ স্থানীয় ব্যক্তিরা। মানববন্ধনে তারা বলেন, আশাশুনির খাজরা ও বড়দল ইউনিয়নে প্রায় ১০ হাজার বিঘা আবাদি জমি রয়েছে। 

প্রতিবছর সেখানে বিপুল পরিমান ধান উৎপাদন হতো যা দিয়ে জেলার একাংশের খাদ্যশস্যের চাহিদা মিটতো। কিন্তু কয়েক বছর যাবত পার্শ্ববর্তী চেউটিয়া নদীটি মাছ চাষের জন্য ইজারা দেয়ার পর থেকে বিলের পানি নিষ্কাশনের রাস্তা বন্ধ হয়ে গেছে। 

কারণ মাছ চাষীরা খালের ওপর বাঁধ দিয়ে ও নেটপাটা লাগিয়ে পানি নিষ্কাশনের পথটি বন্ধ করে দিয়েছেন। এই কারণে নদীটি পলি জমে ভরাট হয়ে পানি ধারন ক্ষমতা হারিয়েছে। 

টিএইচ