বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

আশুলিয়া সাবেক স্ত্রীকে হত্যার পর যুবকের আত্মহত্যা

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

আশুলিয়া সাবেক স্ত্রীকে হত্যার পর যুবকের আত্মহত্যা

সাভারের আশুলিয়ায় সাবেক স্ত্রী মিমকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যা করেছেন নাইম মিয়া (২৫) নামের এক যুবক। এঘটনায় নিহত দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জানুয়ারি) আশুলিয়ার কাইচাবাড়ি এলাকার গফুর মণ্ডলের বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষে এ ঘটনা ঘটে। 

আত্মহত্যা করা সাবেক স্বামী মো. নাইম মিয়া নাটোর জেলা গুরুদাসপুর উপজেলার মতিমপুর এলাকার জালাল উদ্দীনের ছেলে। নিহত সাবেক স্ত্রী মিম নওগাঁ জেলার বদরগাছী থানার খোকসাবাড়ি গ্রামের মোংলা সরদারের মেয়ে। প্রায় দেড় বছর আগে তাদের তালাক হয় বলে প্রাথমিক ভাবে জানা গেছে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দেড় বছর আগে মিম ও নাইমের তালাক হয়ে যায়। পরবর্তীতে নাইম আবার বিয়ে করেন। এরপরেও নাইম আবার মিমকে বিয়ে করার জন্য চাপ প্রয়োগ করেন। নাইম প্রতিনিয়ত রাস্তাঘাটে মিমের পিছনে পিছনে গিয়ে বিরক্ত করতো। 

একপর্যায়ে নাইম মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে মিমের ভাড়া বাসায় আসেন। সেখানে তাদের মধ্যে তর্কবিতর্কের এক পর্যায়ে হাতাহাতি হয়। এ সময় মিমকে ছুরিকাহত করে হত্যার পর নিজেও আত্মহত্যা করেন নাইম।

নিহত মিমের রুমমেট নাতাশা বলেন, নাইম এর আগেও একদিন বাসায় এসেছিলেন। তাকে মিম তাড়িয়ে দিয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) হঠাৎ আমাদের রুমে আসে নাইম। তাদের মধ্যে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে নাইম ছুরি নিয়ে মিমকে আঘাত করার চেষ্টা করেন। পরে আমি চিৎকার দিয়ে বাসার নিচে গিয়ে লোকজন জড়ো করি। 

লোকজন নিয়ে ঘরে এসে দেখি মিমকে নাইম মেরে নিজেও গলায় ফাঁসি দিয়ে মারা গেছে। আশুলিয়া থানার ওসি এএফএম সায়েদ বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

টিএইচ