সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে এক নারীসহ তিন মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১২১০ ইয়াবা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার ওসি মো. নূর আলম সিদ্দিকী। এর আগে, গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার খেজুরটেক সেনাপল্লী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- ঢাকার আশুলিয়া থানাধীন শিকদারবাগ ধলপুর এলাকার মো. বাদশা মিয়ার ছেলে মো. আরিফ মিয়া ও তার স্ত্রী মোসা. মিতানুর বেগম এবং শরিয়তপুরের জাজিরা থানার গুলারচর এলাকার মো. দেলোয়ার হোসেনের ছেলে মো. আল আমিন। সে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ হাউজিং রোড এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিলো।
আটক তিনজনই কুখ্যাত মাদক কারবারি বলে জানিয়েছে পুলিশ। আশুলিয়া থানার ওসি মো. নূর আলম সিদ্দিকী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটকরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে নানা কৌশলে ইয়াবা সংগ্রহ করে ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাইসহ আশপাশের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা দরে বিক্রয় করে আসছিলো। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।
টিএইচ