সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ইয়াবাসহ আফরোজা খাতুন ওরফে জলি (৩৪) নামের এক নারী মাদক কারবারিকে আটক করেছে ঢাকা ডিবি পুলিশ। এ সময় তার হেফাজত থেকে ৩০০ ইযাবা উদ্ধার করা হয়।
সোমবার (৭ আগস্ট) বিষয়টি জানিয়েছেন ঢাকা ডিবি পুলিশের ওসি মো. রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)। এর আগে গত রোববার রাতে আশুলিয়ার কাঠগড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আফরোজা খাতুন ওরফে জলি (৩৪) নড়াইল জেলার কালিয়া থানার কলামনখালী পরুলিয়া এলাকার আকাশ সিকদার ওরফে আকাশ কসাইয়ের স্ত্রী। সে আশুলিয়ার কাঠগড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন বলে জানা যায়।
ডিবি পুলিশ জানান, গত রোববার রাতে আশুলিয়ার কাঠগড়া এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে জানতে পারি। পরে এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে ইয়াবাসহ এক নারী মাদক কারবারি আটক করে।
ঢাকা ডিবি পুলিশের ওসি মো. রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) বলেন, আটক নারী মাদক কারবারির বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে। সেই সাথে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।
টিএইচ