বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

আশুলিয়ায় জুটের গোডাউনে আগুন

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

আশুলিয়ায় জুটের গোডাউনে আগুন

সাভারের আশুলিয়ায় একটি জুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নেয়। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শনিবার (২ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে আশুলিয়ার জিরানি বাজারের টেঙ্গুরি এলাকায় মোল্লা এন্টারপ্রাইজের জুটের গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, ভোর সাড়ে ৫টার দিকে  আশুলিয়ার জিরানি বাজারের টেঙ্গুরি এলাকায়  একটি জুটের গোডাউনে অগ্নিকাণ্ডের খবর আসে। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরে আরও দুটি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। সর্বমোট আমাদের ৫টি ইউনিট প্রায় ৩ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

এ বিষয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না, রিপোর্ট তৈরি হচ্ছে পরে জানানো যাবে।

টিএইচ