সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

আশুলিয়ায় নিখোঁজের একদিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

আশুলিয়ায় নিখোঁজের একদিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

ঢাকার আশুলিয়ায় বিলের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হয় তজিম উদ্দিন (১৩) নামে এক স্কুলছাত্র। নিখোঁজের একদিন পর ওই বিল থেকে তার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল। 

সোমবার (১৫ জুলাই) আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের কোনাপাড়া মাইঠারটেক বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত রোববার বন্ধুদের সঙ্গে ওই বিলে গোসলে নেমে নিখোঁজ হয় তজিম।

নিহত তজিম উদ্দিন (১৩) আশুলিয়ার কোনাপাড়া রূপনগর (কুষ্টিয়া টেক) এলাকার মনির হোসেনের ছেলে। সে একই এলাকার আয়েশা প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

এ বিষয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বলেন, আমাদের এখানে তো ডুবুরি দল নাই। তাই আমরা টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে ম্যাসেজটি পৌঁছে দেই। পরে সেখান থেকে একটি ডুবুরি দলের সদস্যরা এসে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।

টিএইচ