রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

আশুলিয়ায় ফেনসিডিল-গাঁজাসহ ৬ কারবারি আটক

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি 

আশুলিয়ায় ফেনসিডিল-গাঁজাসহ ৬ কারবারি আটক

সাভারের আশুলিয়ায় পৃথকস্থানে অভিযান চালিয়ে ৫৯১ বোতল ফেনসিডিল ও ৩ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ ৬ মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৪ এর একটি আভিযানিক দল। এ সময় মাদক পরিবহনে ব্যবহূত একটি ট্রাক জব্দ করা হয়।

শনিবার (১৬ মার্চ) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান। এর আগে গত শুক্রবার আশুলিয়ার ডেন্ডাবর ও শনিবার (১৬ মার্চ) ভোরে আশুলিয়ার জামগড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। 

আটকরা হলেন-লালমনিরহাট জেলার বাসিন্দা জাবেদ আলী, আরিফুল ইসলাম, রিপন ইসলাম, ফরহাদ হোসেন ও জাহাঙ্গীর আলম এবং ঢাকা জেলার বাসিন্দা মো. রাজু। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, বেশ কিছুদিন যাবৎ গ্রেপ্তার আসামিরা পরষ্পর যোগসাজশে লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল ও গাঁজা সংগ্রহ করে ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাইসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।

র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

টিএইচ