সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

আশুলিয়ায় বিএনপির ৬ নেতাকর্মী গ্রেপ্তার

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি 

আশুলিয়ায় বিএনপির ৬ নেতাকর্মী গ্রেপ্তার

সাভারের আশুলিয়ায় ঢাকা-আরিচা মহাসড়কের নিরিবিলি এলাকায় বিকাশ পরিবহনের একটি বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় ছয় আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। যাদের সবাই বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী। ঘটনাস্থলের ভিডিও চিত্র দেখে আসামিদের চিহ্নিত করা হয়েছে বলে জানায় পুলিশ। 

মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়। এর আগে ঢাকা জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত তুলে ধরেন ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান। 

এসময় আরও উপস্থিত ছিলেন, ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. আব্দুল্লাহিল কাফী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশশিরা হাবিব খানসহ অন্য কর্মকর্তারা। 

গ্রেপ্তারকৃতরা হলেন— ঢাকা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম (৪৪), ঢাকা জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. সুরুজ্জামান (৪৭), ঢাকা জেলা বিএনপির সদস্য মো. মুমিনুল ইসলাম (৪৫), ধামরাই পৌর ছাত্রদলের সদস্য অপূর্ব চন্দ্র দাস (২২), সাভার থানা যুবদলের সদস্য মো. সুজন (৩৪) ও ধামরাই থানা যুবদলের সদস্য মো. রাজীব হোসেন। 

পুলিশ জানায়, ঘটনাস্থলের ভিডিওতে শহিদুল ইসলাম, সুরুজ্জামান ও অপূর্ব চন্দ্র দাসকে স্পষ্টভাবেই চিহ্নিত করা গেছে। গত ৫ আগস্ট তাদের গ্রেপ্তার করা হয় এবং তাদের দেয়া তথ্যেমতে ৭ আগস্ট বাকি তিনজনকে বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। 

ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, আসামিদের জিজ্ঞাসাবাদ করলে তারা নাশকতার সাথে জড়িত থাকার বিষয়টি প্রাথমিকভাবে স্বীকার করেছে। এ ঘটনার সাথে আরও কারা জড়িত আছে সে বিষয়ে তদন্ত চলছে এবং জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে। 

গত ২৯ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে আশুলিয়ার নিরিবিলি বাসস্ট্যান্ড এলাকায় বিকাশ পরিবহনের একটি বাস ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পরে ৩২ জনের নামসহ অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেন ক্ষতিগ্রস্ত বাসের চালক আনোয়ার হোসেন। ওই দিন ঢাকার প্রবেশমুখে বিএনপি অবস্থান কর্মসূচি পালন করেছিল। 

টিএইচ