শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

আড়াই ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক

আড়াই ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশায় প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। সোমবার (২৬ ডিসেম্বর) সকাল সোয়া ৮টার দিকে কুয়াশা কমে গেলে ফেরি চলাচল শুরু হয়। এর আগে সকাল ৬টার দিক থেকে কুয়াশা ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌ-দুর্ঘটনা এড়া‌তে এ রুটে ফে‌রি চলাচল বন্ধ ক‌রে দেয় কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. সালাহ উদ্দিন জানান, কুয়াশার কমে গেলে সকাল সোয়া ৮টা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। কিছু সময় ফেরি বন্ধ থাকলেও যানবাহনের কোনো সিরিয়াল তৈরি হয়নি। বর্তমানে এ রুটে ছোট বড় ১৩টি ফেরি চলাচল করছে।

এদিকে কয়েক ঘণ্টা ফে‌রি চলাচল বন্ধ থাকায় নদী পারাপারের জন্য দৌলত‌দিয়া প্রান্তে আটকা পড়ে ছোট বড় কিছু যানবাহন। এ সময় তীব্র শীতের ভোগা‌ন্তি‌তে পড়েন যাত্রী ও চালকরা।

টিএইচ