রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

আড়াই মাসে আটঘরিয়ায় মোবাইল কোটে ২৪ মামলা

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি 

আড়াই মাসে আটঘরিয়ায় মোবাইল কোটে ২৪ মামলা

চলতি বছর গত আড়াই মাসে আটঘরিয়ায় ১৫টি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে এ পর্যন্ত ২৪টি মামলায় ১৬ জনকে ১ লাখ ৩৯ হাজার ৪০০ টাকা অর্থদণ্ড এবং ৭ জনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। এদের মধ্যে ১ জনকে অর্থ ও কারাদণ্ড উভয় শাস্তি দেয়া হয়। 

আটঘরিয়া ইউএনও অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর ১ জানুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত ভেকু মেশিন দিয়ে অবৈধ মাটিকাটা ও মাটি বিক্রি, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, মেডিকেলে ও ডেন্টাল আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ওজন ও পরিমাপ মানদণ্ড আইনের ধারা এবং দণ্ডবিধি ১৮৮ ধারা মোতাবেক উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাহারুল ইসলাম ভিন্ন ভিন্ন দিনে মোবাইল কোর্ট পরিচালনা করে এসব শাস্তি প্রদান করেন। 

এছাড়াও গত ১১ মার্চ একটি মোবাইল কোর্টে ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করে তা নিলমে বিক্রি করা হয় বলে জানা যায়।  

টিএইচ