রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
ঢাকা রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫, ১৩ মাঘ ১৪৩১
The Daily Post

আড়াইহাজারে আত্মহত্যার প্ররোচনা মামলায় অভিযুক্তের পিতা গ্রেপ্তার

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

আড়াইহাজারে আত্মহত্যার প্ররোচনা মামলায় অভিযুক্তের পিতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ধর্ষণে শিকার এক নারীকে আত্মহত্যায় প্ররোচনা দিয়ে আত্মহত্যা করতে বাধ্য করার অভিযোগে করা মামলায় অভিযুক্ত জহিরের পিতা রেজাউলকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত বৃহষ্পতিবার রাতে তাকে তার নিজ এলাকা বিশনন্দী ইউনিয়নের চালাকচর থেকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার ছলিম উদ্দিনের পুত্র। 

মামলার এজাহার সূত্রে জানা যায় যে, গতবছর ৬ সেপ্টেম্বর জহিরুলের বিরুদ্ধে আড়াইহাজার থানায় একটি ধর্ষণ মামলা হয়। জহির রায়হান বিয়ের প্রলোভন দেখিয়ে মেয়েটিকে ২৫ আগস্ট আড়াইহাজার বাজারের একটি মার্কেটে এনে ধর্ষণ করে। এ মামলায় অভিযুক্ত জহিরুল গ্রেপ্তার হয়ে জেলহাজত বাস করে চলতি বছরের ২৪ মে জামিনে বাড়িতে আসে। 

বাড়িতে এসে অভিযুক্ত ও তার পিতা রেজাউলসহ তাদের পরিবারের লোকজন মেয়েটিকে মানিকপুর বাজারে অভিযুক্তের পিতা রেজাউলের দোকানের সামনে আটকে মারধর করে এবং মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করে। 

এতে রাগে দুঃখে মেয়েটি বিষপান করে অসুস্থ হয়ে পড়ে। তাকে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। 

এ ঘটনাকে কেন্দ্র করে ধর্ষিতার চাচা হাতেম বাদী হয়ে ৩০মে আড়াইহাজার থানায় জহিরুল, তার পিতা রেজাউল এবং তাদের পরিবারের লোকজনদের আসামি করে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে একটি মামলা করেন।  আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আহসানউল্লাহ জানান, গ্রেপ্তার রেজাউলকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। 

টিএইচ