বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

আড়াইহাজারে একইদিনে তিনজনের আত্মহত্যা

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

আড়াইহাজারে একইদিনে তিনজনের আত্মহত্যা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একইদিনে তিনটি আত্মহত্যার ঘটনা ঘটেছে। উপজেলার বিভিন্ন স্থানে পৃথক সময়ে ঘটনাগুলো ঘটেছে। পুলিশ তিনটি লাশই উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

জানা গেছে, ছুরাইয়া আক্তার (১৯) নামে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা এলাকায় অ্যাডভোকেট সারোয়ার হোসেনের বাড়ির ভাড়াটে ওই গৃহবধূ বৃহস্পতিবার দিবাগত রাতে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। নিহত ছুরাইয়া ওই বাসার ভাড়াটে ফয়সালের স্ত্রী। 

অপরদিকে শুক্রবার সকালে উপজেলার কুমারবাগ এলাকার সুফিয়ানের স্ত্রী বৃষ্টি (২৫) কীটনাশকপানে আত্মহত্যা করেন। তাছাড়া একইদিনে উপজেলার ফাউসা গ্রামের রফিজউদ্দিনের ছেলে ইনসান (১৮) ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। 

আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ জানান, তিনটি লাশই উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনাগুলোর বিষয়ে পৃথক ইউডি মামলা হয়েছে। 

টিএইচ