সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

আড়াইহাজারে গণপিটুনীতে চোর নিহত

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি 

আড়াইহাজারে গণপিটুনীতে চোর নিহত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে চুরি করতে গিয়ে রায়হান (২২) নামে এক যুবক ধরা পড়ে গণপিটুনীতে আহত হলে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে সোমবার (৪ ডিসেম্বর) উপজেলার হাইজাদী ইউনিয়নের কলাগাছিয়া তাঁতিপাড়া গ্রামে।

জানা গেছে, একই গ্রামের জালালের ছেলে রায়হান অপরাপর চোরদেরকে নিয়ে প্রবাসী ফারুকের বাড়িতে চুরি করতে যায়। রায়হান ওই বাড়ির ছাদের দরজা দিয়ে ভিতরে প্রবেশ করে ঘরে থাকা আলমারি ভেঙে মালামাল জড়ো করতে থাকে।  তখন গৃহকর্তা প্রধান গেটে তালা লাগিয়ে দিয়ে ডেকে লোক জড়ো করে। 

ততক্ষণে বাইরে থাকা চোরেরা পালিয়ে যায়। কিন্তু রায়হান মালামাল জড়ো করায় লিপ্ত থাকে। ওই অবস্থায় উত্তেজিত জনতা এসে তাকে গণপিটুনী দেয়। 

সংবাদ পেয়ে গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। আড়াইহাজার থানার ওসি (তদন্ত ) মো. হুমায়ুন কবির জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। 

টিএইচ