রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
ঢাকা রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫, ১৩ মাঘ ১৪৩১
The Daily Post

আড়াইহাজারে দুটি চোরাইগরুসহ চার চোর গ্রেপ্তার

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি 

আড়াইহাজারে দুটি চোরাইগরুসহ চার চোর গ্রেপ্তার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুটি চোরাই গরুসহ ৪ চোরকে আটক করেছে পুলিশ। সেই সাথে চোরাই কাজে ব্যবহূত একটি পিকআপ জব্দ করা হয়েছে। 

আটক চোরেরা হচ্ছেন, নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার ফতেপুর ইউনিয়নের কাইমপুর গ্রামের মো. আবদুলের ছেলে হূদয়, একই থানার কালাপাহাড়িয়া ইউনিয়নের ঝাউকান্দী গ্রামের মৃত চাঁনমিয়ার ছেলে আলফাজুদ্দিন, ভোলা জেলার চরপ্যাশন থানার চরনাজিমউদ্দিন গ্রামের মৃত. আব্দুর রব মাঝির ছেলে মাইনউদ্দিন ও একই জেলার লালমোহন থানার চতলা গ্রামের মৃত ফারুকের ছেলে আব্দুল্লাহ আল মামুন। 

জানাগেছে গত মঙ্গলবার দিবাগত ভোররাতে ব্রাহ্মন্দী ইউনিয়নের দিঘলদী কান্দা গ্রামের আ. হাশেমের ছেলে শাহ আলমের মালিকানাধীন গরুর খামার থেকে দুটি গাভী চুরি হয়। বিষয়টি টের পেয়ে থানা পুলিশকে জানালে পুলিশ সারা দেশে ওয়ারলেছ বার্তা পৌঁছে দেয়। 

পরে বুধবার (১৩ ডিসেম্বর) উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাল্লা এলাকা থেকে চোরাই গরু ও বহনকারী পিকআপ ভ্যানসহ উল্লেখিত ৪ চোরকে আটক করতে সক্ষম হয় পুলিশ। থানার এসআই রাসেল জানান, এ বিষয়ে থানায় মামলা রুজু হয়েছে। 

আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আহসানউল্লাহ জানান, আটক চোরদেকে নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে। 

টিএইচ