রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
ঢাকা রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫, ১৩ মাঘ ১৪৩১
The Daily Post

আড়াইহাজারে পিকেটিংকালে দুই স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

আড়াইহাজারে পিকেটিংকালে দুই স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঢাকা—বিশনন্দী আঞ্চালিক মহাসড়রে আড়াইহাজার থানার জালাকান্দি গোরস্তান এলাকায় মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিএনপির অবরোধ চলাকালে পিকেটিং করার সময় দুই স্বেচ্ছাসেবক দল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তাররা হচ্ছেন, মাহমুদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও মাহমুদপুর এলাকার আক্কেল আলীর ছেলে দুলাল ও বিশনন্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও ওই এলাকার গফুরের ছেলে আলমগীর।

আড়াইহাজার থানার এসআই রহিম জানান, গ্রেপ্তার দুজন ঢাকা-বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের জালাকান্দি গোরস্তান এলাকায় অবরোধের কর্মসূচি পালন করতে গিয়ে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটানোসহ নাশকতার পরিকল্পনা ও চেষ্টায় লিপ্ত ছিল। তাদের সঙ্গে আরও লোকজন ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। তাদেরকে মামলা দিয়ে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হেয়ছে। 

আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আহসানউল্লাহ জানান, অবরোধে ঢাকা-সিলেট মহাসড়কের আড়াইহাজার অংশে কোন পিকেটিং নেই। যানবাহন চলাচলসহ সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সকল প্রকার নাশকতা প্রতিহত করতে পুলিশ সতর্কাবস্তায় রয়েছে।

টিএইচ