মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

আড়াইহাজারে বিদ্যুতায়িত হয়ে কলেজছাত্রের মৃত্যু

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি  

আড়াইহাজারে বিদ্যুতায়িত হয়ে কলেজছাত্রের মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বন্ধুদের সাথে বেডমিন্টন খেলতে গিয়ে নেটের সাথে সংযুক্ত বৈদ্যুতিক তারে জড়িয়ে আল নাহিয়ান খান ওরফে পরাগ (১৮) নামে এক কলেজছাত্রের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার রাতে উপজেলার দুপ্তারা ইউনিয়নের সত্যভান্দি এলাকায়। 

সে ব্রাহ্মন্দী ইউনিয়নের বড় বিনাইরচর গ্রামের সৌদীআরব প্রবাসী সেলিম মিয়ার একমাত্র ছেলে এবং ঢাকার ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। 
পারিবারিক সূত্র জানায়, পরাগ স্থানীয় উজানগোপিন্দি উচ্চ বিদ্যালয় থেকে ২০২১ সালে এসএসসি পাশ করার পর ওই কলেজে অধ্যয়ন করছিল। 

আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আহসানউল্লাহ জানান, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় পারিবারিক সিদ্ধান্তের উপর লাশ দফন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

টিএইচ