রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

আড়াইহাজারে বিদ্যুৎ স্পৃষ্টে মাদরাসা শিক্ষকের মৃত্যু

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

আড়াইহাজারে বিদ্যুৎ স্পৃষ্টে মাদরাসা শিক্ষকের মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিদ্যুৎ স্পৃষ্টে মাওলানা ইসরাফিল (৪০) নামে এক মাদরাসার প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার (০১ জুন) উপজেলার সদর পৌরসভার ৮নং ওয়ার্ড নাগড়াপাড়া মহিলা মাদরাসায় এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক আ. বাতেনের পুত্র।

নিহতের পরিবারের লোকজন জানান, ওই সময় তিনি মাদরাসায় বিদ্যুৎ লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে গুরুতর আহত হলে মাদরাসার লোকজন তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আহসানউল্লাহ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

টিএইচ