শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১
The Daily Post

আড়াইহাজারে ভুতের আড্ডায় প্রশাসনের অভিযান

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি 

আড়াইহাজারে ভুতের আড্ডায় প্রশাসনের অভিযান

নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌর বাজারে ‘দারুচিনি ভুতের আড্ডা’ নামে একটি রেস্টুরেন্টে হঠাৎ করে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। রোববার (৩ মার্চ) এ অভিযানে ওই রেস্টুরেন্টে বিশেষভাবে গোপনীয় ব্যবস্থায় আপত্তিকরভাবে অবস্থান করায় কয়েক জোড়া কপোত কপোতিকে আটক করে উপজেলা পরিষদ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। 

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহাম্মেদ। এ সময় আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আহসানউল্লাহসহ পুলিশ ফোর্স ও আনসার সদস্যরা তার সঙ্গে ছিলেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহাম্মেদ জানান, দীর্ঘ দিন ধরে পৌর বাজারের খুরশিদ আলম সুপার মার্কেটের এ রেস্টুরেন্টটিতে স্কুল কলেজ পড়ুয়া বখাটে ছাত্র-ছাত্রীরা স্কুল-কলেজ ফাঁকি দিয়ে এসে আপত্তিকর অবস্থায় আড্ডায় লিপ্ত হয়। 

ছাত্র-ছাত্রী ছাড়াও এলাকার বখাটে ছেলে মেয়েরা প্রতিনিয়ত এ রেস্টুরেন্টে বিশেষ ব্যবস্থা থাকায় আড্ডা ও অসামাজিক কাজে লিপ্ত হয়। সম্প্রতি গোপন সংবাদের ভিত্তিতে এমন একটি অভিযানের সিদ্ধান্ত নেয়া হয়। 

এরই এক পর্যায়ে রোববার (৩ মার্চ) এ অভিযানে ৯ জোড়া কপোত-কপোতিকেসহ রেস্টুরেন্টের ৪ জন স্টাফকে আটক করে উপজেলা প্রশাসনের জিম্মায় নেয়া হয়েছে। এ ব্যাপারে পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। 

টিএইচ